শেষ হল দিলীপ মুখোপাধ্যায় স্মৃতি জাতীয় নাট্য উৎসব’১৯
শেষ হল দিলীপ মুখোপাধ্যায় স্মৃতি জাতীয় নাট্য উৎসব’১৯। গত ২১ শে ডিসেম্বর নাট্য ব্যক্তিত্ব শ্রী ঋষি মুখোপাধ্যায় উদ্বোধন করেন উৎসবের। ধারাবাহিক নাট্য উৎসবের বিংশতম বছরে, কলকাতা ছাড়াও উড়িষ্যা ও আসামের নাট্যদল মঞ্চস্থ করেন তাদের থিয়েটার। ৬ দিন ব্যাপি নাট্যোৎসবে মোট ১৪ টি নাটক মঞ্চস্থ হয়। নাট্যোৎসবের আয়োজনের সাথে সাথে বৃশ্চিক্ মঞ্চস্থ করে তিনটি ক্লাসিক – মাইকেলের বুড় সালিকের ঘাড়ে রোঁ ও রবীন্দ্রনাথের ডাকঘর নাটকটি পরিচালনা করেন তাপস মুখোপাধ্যায় ও জে এম সিং-এর রাইডার্স টু দ্য সি নাটকটি পরিচালনা করেন সব্যসাচী মুখোপাধ্যায়।
এ উৎসবে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত।