শিক্ষক দিবস উদযাপন ২০২০ (Teachers’ Day Celebration 2020)
মঞ্চে ফিরেছি আবার।
গত ৫ই সেপ্টেম্বর ২০২০, শিক্ষক দিবসের দিন, বৃশ্চিক্ নাট্য সংস্থা মঞ্চস্থ করলো তাদের নবতম একাঙ্ক প্রযোজনা “খুন হওয়ার পর”। নাট্য শিক্ষক তাপস মুখোপাধ্যায়-কে সংস্থার তরুণরা উপহার দেয় এই নবনির্মিত নাটকটি।
নাটক- খুন হওয়ার পর
রচনা ও নির্দেশনা- সব্যসাচী মুখোপাধ্যায়