সীমিত সামর্থ্য – অনন্ত ভালোবাসায় আমরাও তোমাদের পাশে আছি

সীমিত সামর্থ্য – অনন্ত ভালোবাসায় আমরাও তোমাদের পাশে আছি ।
করোনা ভাইরাসের প্রভাবে সমগ্র মানব সমাজ আজ ত্রস্ত, বিধ্বস্ত । দীর্ঘ বন্দিদশার জাঁতাকলে পড়ে কর্মহীন বহু মানুষ । আজ তারা সত্যিই দুস্থ। এমনই দুস্থ মানুষ কে গত ২৭ শে জুন, রবিবার, সাহায্য করার কর্মসূচি গ্রহণ করেছিল মফস্বল থিয়েটারের অন্যতম প্রধান নাট্য দল বৃশ্চিক্, বাঁশবেড়িয়া।
এলাকার ৯ টি ওয়ার্ড এর মোট ৫০ জন কে খাদ্য সামগ্রী, মাস্ক ও সেনিটাইজার প্রদান করে তারা। সরকারি স্বাস্থ্য ও দূরত্ব বিধি মেনে এই কাজ অনুষ্ঠিত হয়। তাদের এই কাজের প্রশংসা করেন স্থানীয় প্রশাসন থেকে সাধারণ মানুষ। সংস্থার সম্পাদক শ্রী প্রদীপ কুন্ডু মনে করেন এ মুহুর্তে মানুষের পাশে দাড়ানোই একমাত্র কাজ। তিনি বলেন, ” অতিমারীর এই সংকট কালে শুধু নাট্য প্রদর্শন করা বা নাটকের কাজ করাই একটি নাট্য দলের লক্ষ হতে পারেনা। যাদের জন্য নাট্যচর্চা সেই মানুষ আজ বড়ো অসহায়। আমাদের সীমিত সামর্থে আমরা গত বছরেও মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি,প্রয়োজনে ভবিষ্যতেও দাঁড়াব। ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *