Seminar 2020

নাট্য আলােচনা
বিষয় – বিগত পঞ্চাশ বছরে বাংলা থিয়েটারের বিবর্তন : বিষয়ে-অভিনয়ে-প্রয়োগে
(Theatre Seminar-The Evaluation of Bengali Theatre in the past Fifty Years: In Subject, In Acting & In Impliment )

২৭ শে সেপ্টেম্বর ছিল নাট্য বিষয়ক আলোচনা সভা। আলোচ্য বিষয় ছিল বিগত পঞ্চাশ বছরে বাংলা থিয়েটারের বিবর্তন : বিষয়ে, অভিনয়ে ও প্রয়োগে। উক্ত সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাট্য সমলোচক ডা. মানস মুখোপাধ্যায়, নাট্য পরিচালক ও অভিনেতা রামকৃষ্ণ মন্ডল ও মলয় কুমার সেন। সমগ্র আলোচনা সভাটি সঞ্চালনা করেন নাট্যকার ও পরিচালক তাপস মুখোপাধ্যায়। তিনি সুষ্ঠু ভাবে তিন বক্তার বক্তব্যের মধ্যে মেলবন্ধন প্রতিষ্ঠা করেন।
বাংলা থিয়েটারে গত পঞ্চাশ বছরে বিষয় ভিত্তিক বিবর্তণের ছবি তুলে ধরেন ডা. মানস মুখোপাধ্যায়। রামকৃষ্ণ মন্ডল ও মলয় সেন যথাক্রমে প্রয়োগ ও অভিনয়ের বিবর্তণের দিকে আলোকপাত করেন। তিনজন বক্তার বক্তব্যে সমৃদ্ধ হয়েছেন শ্রোতারা। আলোচনা সভার সমাপ্তি লগ্নে শ্রতোরা বিভিন্ন প্রশ্ন করেন বক্তাদের, অত্যন্ত যত্ন সহকারে বক্তারা সেই সকল প্রশ্নের উত্তর দেন। একথা বললে অত্যুক্তি হবেনা যে বৃশ্চিক্- এর এই আয়োজন অত্যন্ত সফল এবং সময়োপযোগী।

27/09/2020

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *