হুগলী জেলা নাট্য মেলা (Natya Mela 2020)

মহামারীর প্রতাপ কে তুচ্ছ করে গত ৮ থেকে ১০ই অক্টোবর ২০২০ , হুগলী জেলা নাট্য মেলার আয়োজন করেছিল বাঁশবেড়িয়া বৃশ্চিক্ নাট্য সংস্থা। সমস্ত সামাজিক দূরত্ব-বিধি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ- বিধি কে মেনে বাঁশবেড়িয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই নাট্যমেলা।বৃশ্চিক্ এর নিজস্ব দুটি প্রযোজনা ছাড়া হুগলী জেলার আরো ৪ টি নাট্য দল নিয়ে তিনদিনে মোট ৬ টি নাটক মঞ্চস্থ হয়। নাট্য মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সুজাতা দত্ত। প্রথম দিনে মঞ্চস্থ হয় বৃশ্চিক্-এর নিজস্ব প্রযোজনা “নিশীথে সুকুমার” ও বাঁশবেড়িয়া মনসৃজনের “জীবনের লটারি”।  দ্বিতীয় দিনে  চন্দননগর সৃজন ও ব্যান্ডেল নান্দনিক মঞ্চস্থ করে দুটি নাটক যথাক্রমে “মা” ও “হাজার মাইল অন্ধকার “। নাট্যমেলার শেষ দিনে বৃশ্চিক্ মঞ্চস্থ করে “কফিন” ও চুঁচুড়া অঙ্কুর মঞ্চস্থ করে ” লোহ মানব”।দর্শক সমাগম সীমিত হলেও বহুদিনের পর নাট্য অনুষ্ঠান চাক্ষুষ করায় তাদের উৎসাহ ছিল চোখে পরার মত।বৃশ্চিক্ এর সম্পাদক প্রদীপ কুন্ডুর মতে “এই নাট্যমেলা নিসন্দেহে স্তব্ধ নাট্য আন্দোলনে গতি নিয়ে আসবে।” তিনি পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ কে ধন্যবাদ জানান আর্থিক সহায়তা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *